পুরোনো কেন্দ্রেই প্রার্থী নব্য বিজেপি নেতারা

 

সবই এখনও জল্পনা কল্পনার স্তরে আছে। তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল থেকে দলে আসা হাই প্রোফাইল নেতা-মন্ত্রীদের বিজেপি তাঁদের পুরোনো কেন্দ্রেই প্রার্থী করতে পারে। সব্যসাচী দত্ত বিধানসভা বদলে বিধাননগরে প্রার্থী হচ্ছেন সংবাদ আগেই জানা গিয়েছিল। কিন্তু বাকিদের পুরোনো কেন্দ্রেই প্রার্থী করতে চলেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। রাজীব বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন ডোমজুড়ে, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী হতে পারেন মধ্য হাওড়া কেন্দ্রে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে।  জানা যাচ্ছে বালি কেন্দ্রে প্রার্থী হতে পারেন বৈশালী ডালমিয়া। উত্তরপাড়ায় প্রবীর ঘোষাল, পাণ্ডবেশ্বরে আসানসোলের প্রাক্তন মেয়র জীতেন্দ্র তিওয়ারি।
অন্যদিকে অনেক আগেই যারা দল ছেড়েছিলেন তাঁরাও তাঁদের পরিচিত কেন্দ্রেই প্রার্থী হতে পারেন। কিন্তু সদ্য যাঁরা দল ছেড়ে বিজেপিতে এসেছেন তাঁদের কজন টিকিট পাবেন তা নিয়ে ঘোর সন্দেহ আছে। পাশাপাশি নব্য বিজেপি প্রার্থীদের মধ্যে সিনেমা জগতের সেলেবরা মূলত কলকাতাতেই প্রার্থী হবে বলে শোনা বিজেপির অন্দরমহলের খবর।   

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.