নন্দীগ্রামে মনোনয়ন পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রাম যেন রণভূমি। বুধবার একদিকে মনোনয়নপত্র জমা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে নন্দীগ্রামে বিশাল মিছিল ও জনসভা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন মনোনয়নপত্র পেশের আগে নন্দীগ্রামের রেয়াপাড়ার এক শিবমন্দিরে পুজো দিয়ে হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারেই তিনি হলদিয়া যান। এরপর হেলিপ্যাড থেকে পদযাত্রা করেই হলদিয়া এসডিও অফিসে যান তৃণমূল নেত্রী। তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে সাধারণ মানুষের উৎসাহ-উদ্দিপণা ছিল চোখে পড়ার মতো। এরপর হলদিয়ার মহকুমা শাসক তথা নন্দীগ্রামের নির্বাচনী আধিকারিকের কাছে নিজের মনোনয়নপত্র পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.