এবারের নির্বাচনে তৃণমূলের ট্যাগ লাইন 'খেলা হবে’। এটির আগমন অবশ্য বাংলাদেশ থেকে এবং আওয়ামী লীগের এক নেতা প্রথম আওয়াজ তুলেছিলেন। পরে সেটি এপার বাংলায় আসে এবং তৃণমূল এই আওয়াজ তোলে। এই স্লোগানের মানে কি তা নিয়ে মাথা ঘামিয়ে ফেলেছে বিরোধী দলগুলি। কিন্তু নেহাতই নিরামিষ আওয়াজ বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের। আজ ভোট খেলাধুলার কোনও চিহ্ন নেই বরং প্রধান দুই দলের গরম গরম অবস্থান চোখে পড়ছে।
খেলা হবে কথাটি যে যার মতো ব্যবহার করছে। এমনকি নরেন্দ্র মোদিও বলেছেন, তাঁর দল খেলা যে উন্নয়ন করবে। এবারে অসম 'খেলা হবে' প্রবেশ করেছে। দেখা যাচ্ছে প্রায় সব দল খেলা হবে নিজের নিজের ভাষায় ব্যবহার করছে। বোরো দলগুলি সোচ্চার সব থেকে বেশি খেলা হবে নিয়ে।
Post a Comment
Thank You for your important feedback