রবিবাসরীয় প্রচারে তৃণমূলের জোড়া ফলা মমতা-অভিষেক


প্রথম দফা নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েকদিন। তার আগেই দু’দলের প্রচারে জোর কদমে চলছে। রবিবার অর্থাৎ আজ একদিকে যেমন বঙ্গে প্রচার করবেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। অন্যদিকে তৃণমূলের প্রচারে আজ থআকছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলাতেই রয়েছে পরপর জনসভা, মোট ৬টি জনসভা আজ। তারমধ্যে তিনটি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে এই জেলার অমিত শাহর সভাতেই বিজেপিতে যোগ দিতে চলেছেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। ফলে রবিবাসরীয় প্রচারে গোটা রাজ্যের নজর আজ থাকবে পূর্ব মেদিনীপুর জেলার দিকেই।

অপরদিকে ভোট প্রচারে তিনটি জনসভা করবেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কর্মসূচি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি আসনে। প্রথমটি ময়না বিধানসভা কেন্দ্রের বাকচায়। দ্বিতীয়টি পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রের রাইন মাঠে। তৃতীয়টি হওয়ার কথা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের দেড়েদিঘী বিএড কলেজের মাঠে। এই তিনটি আসনেই নির্বাচন হবে দ্বিতীয় দফায়, অর্থাৎ ১ এপ্রিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কাঁথিতে জনসভা করবেন। এরপর উত্তর কাঁথিতে এবং তৃতীয় সভা করবেন নন্দকুমার হাইস্কুলের সামনের মাঠে। একের পর এক জনসভা থেকে তিনি দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করবেন।  সবমিলিয়ে বলা যায়, ছুটির বাজারে বঙ্গের আমজনতা তাঁকিয়ে থাকবে গোটা দক্ষিণবঙ্গের দিকে।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.