মেদিনীপুরের ইজ্জত বাঁচাতে অমিত শাহর সভায় শিশির অধিকারী

আজ পূর্ব মেদিনীপুরের এগরা এবং মেচেদায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জোড়া সভা। বঙ্গে ভোট প্রচারে আসা এগরার সভায় রাজ্য রাজনীতি তোলপাড় করা ঘটনা ঘটতে চলেছে রবিবার। কারণ অমিতের শাহি সভায় থাকবেন শিশির অধিকারী, তিনি বর্তমানে কাঁথির তৃণমূল সাংসদ। ইতিমধ্যেই তিনি কাঁথির শান্তিকুঞ্জ থেকে এগরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁর আগেই বর্ষীয়ান তৃণমূল নেতা তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশিরবাবু যা বললেন তাতে পরিস্কার তিনি বিজেপিতেই যোগ দিতে চলেছেন। বললেন, তাঁকে কার্যত ঠেলেই বিজেপিতে পাঠানো হল। তাঁকে তৃণমূল থেকে ছুড়ে ফেলা হয়েছে। তবে তিনি এও বলেন, ‘আমরা ফুটপাথের লোক, তাই লড়াই করতে হবে। মেদিনীপুর থেকে তৃণমূল সাফ হয়ে যাবে, মেদিনীপুরকে বাঁচানোর লড়াই শুরু করতে হবে। আমি মেদিনীপুরের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করব’। 

 


পাশাপাশি তিনি আজই তৃণমূলে যোগ দেবেন কিনা জানতে চাইলে শিশিরবাবুর ইঙ্গিতপূর্ণ জবাব, ‘মুখ্যমন্ত্রীর থেকে ভাল কেউ জানে না শান্তিকুঞ্জে পদ্ম কবে ফুটবে’। অপরদিকে জানা যাচ্ছে, আগামী ২৪ মার্চ বিজেপিতে যোগদান করতে পারেন শিশির অধিকারীর অপর পুত্র তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। আর যদি এই দুই তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দেন তবে রাজ্যে তৃণমূল ও বিজেপির সাংসদ সংখ্যা সমান সমান হয়ে যাবে। কারণ গত লোকসভায় বিজেপি ১৮ আসন জিতেছিল। অপরদিকে তৃণমূলের ২২ জন লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন। পরে বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে, ফলে বর্তমানে বিজেপির পক্ষে রয়েছেন ১৯ সাংসদ এবং তৃণমূলের পক্ষে ২১ জন। এবার শিশির ও দিব্যেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগ দেন তবে তাঁদের পক্ষে থাকবেন ২১ সাংসদ আর তৃণমূলের সংখ্যা কমে দাঁড়াবে ১৯-এ।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post