সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন যে কজন সেলিব্রেটি তাঁদের অন্যতম অশোক দিন্দা, রুদ্রনীল ঘোষ ও পায়েল সরকার। এরা প্রত্যেকেই পরোক্ষে জানিয়েছিলেন তাঁরা ভোটে দাঁড়াতে আগ্রহী। কিন্তু আগ্রহী হলেই বিজেপির টিকেট পাওয়া যায় না। সেটা নির্ভর করে দিল্লির মর্জির উপর। যেমন শোনা যাচ্ছে প্রবীর ঘোষাল বা রথীন চক্রবর্তীর ব্যাপারে চূড়ান্ত ভাবনাচিন্তা করেনি দল। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে বেশ কয়েকজন টলি দুনিয়ার প্রতিনিধি বিজেপির প্রার্থী হচ্ছেন এবার। এদের মধ্যে ক্রিকেটার অশোক দিন্দাকে পূর্ব বা পশ্চিম মেদিনীপুরের কোনও একটি আসন থেকে প্রার্থী করা হতে পারে।
পাশাপাশি রুদ্রনীলকে প্রার্থী করা হতে পারে হাওড়ার কোনও একটি আসন থেকে। জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার টিকিট পেতে পারেন জেলায়। কেননা কলকাতা নিয়ে এখনও চূড়ান্ত তালিকা তৈরী হয়নি বলেই শোনা যাচ্ছে। গুঞ্জনে রয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামও। কলকাতার কোনও একটি আসনে প্রার্থী করা হতে পারে শ্রাবন্তীকে। সেটা কি মন্ত্রী শশী পাঁজার বিরুদ্ধে? আপাতত জল্পনা, নিশ্চিত হওয়া যাবে প্রার্থী তালিকা ঘোষণার পরই।
Post a Comment
Thank You for your important feedback