অমিতের সভায় নেই রাজ্য নেতারা

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় জনসভা করতে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর পর তিনিই বিজেপির অন্যতম স্টার বক্তা। অপরদিকে এবারের নির্বাচনে তিনিই বিজেপির প্রধান সেনাপতি। তিনিই চুরান্ত করেছেন প্রার্থী তালিকা, আবার  নিয়মিত আসছেন বাংলাতে। এবার এলেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়, অর্থাৎ সুন্দরবনের প্রবেশপথে। তিনি জানেন, তৃণমূলের সবচেয়ে শক্ত ঘাঁটি এই জেলা। আর্থিকভাবে পিছিয়ে পড়া এই জেলার ঐতিহ্য গঙ্গাসাগর থেকে সুন্দরবন। যদিও গোসাবা থেকে গঙ্গাসাগর বহুদূর তবুও হিন্দুত্বের মুখ অমিত ভাষণে গঙ্গাসাগরের কথাই উঠলো এবং সুন্দরবনও।


তবে তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবারের গোসাবার সভায় অনুপস্থিত রাজ্যের শীর্ষ নেতারা। মঞ্চে দেখা গেল স্থানীয় নেতা এহং প্রার্থীদের। তাঁদের সংখ্যাও কম। রাজনৈতিক মহলের প্রশ্ন হটাৎ কী স্ট্রাটেজি বদলালো কেন্দ্রী বিজেপি নেতৃত্ব? সূত্র মারফত জানা যাচ্ছে, অমিত শাহদের নির্দেশ যে যার নিজের কেন্দ্রে প্রচার করার জন্য। কেন্দ্রীয় নেতাদের পিছনে ঘোরাঘুরির দরকার নেই। দিল্লির নেতারা নিজেদের মতো প্রচার করবেন বলে ঠিক হয়েছে। এটাকেই ইঙ্গিতপূর্ণ বলছেন বিশেষজ্ঞমহল। গোসাবার পর মেদিনীপুরে যাচ্ছেন অমিত শাহ।         
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.