বড়মার নাতি সুব্রত ঠাকুরকে গাইঘাটায় প্রার্থী করল বিজেপি


এবারের বিধানসভা নির্বাচনে মতুয়াদের কোনও প্রতিনিধি নেই বলে সরাসরি অমিত শাহর কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন বনগাঁর সাংসদ শান্তুনু ঠাকুর। ক্ষোভ মেনে নিয়েই এবার গাইঘাটা কেন্দ্রের প্রার্থী বদল করল বিজেপি। মতুয়া সম্প্রদায়ের ঠাকুরবাড়ি এই গাইঘাটা বিধানসভা কেন্দ্রের মধ্যেই অবস্থিত। ফলে এখানে মতুয়াদের প্রভাব সবচেয়ে বেশি। এবার গাইঘাটায় বিজেপি প্রার্থী করল বড়মা বীনাপানি দেবীর নাতি সুব্রত ঠাকুরকে। তিনি সম্পর্কে বনগাঁর সাংসদ শান্তুনু ঠাকুরের ভাই। উল্লেখ্য, এবারের নির্বাচনে তৃণমূলের তরফেও ঠাকুরবাড়ির কাউকে প্রার্থী করা হয়নি। এই নিয়ে চাপা ক্ষোভও রয়েছে এই চত্বরে।

 

প্রসঙ্গত, গতকালই বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর অভিযোগ করেছিলেন গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসকে নিয়ে। এবার তৃণমূলের ওই ক্ষোভকেই কাজে লাগাতে চাইছে বিজেপি। তড়িঘড়ি ঠাকুরবাড়ির সদস্যকে গাইঘাটায় টিকিট দিয়ে বাজিমাত করতে চাইল বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, গত লোকসভা ভোটের নিরিখে গাইঘাটা আসনে ৩৫ হাজার ভোটে রয়েছে বিজেপি। এবার বড়মার নাতিকে ভোটের টিকিট দিয়ে মতুয়াদের বড় বার্তা দিল বিজেপি। আগামী ২২ এপ্রিল গাইঘাটায় ভোট, ফলে হাতে অনেকটাই সময় বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.