বিধানসভা নির্বাচনে তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রথম দু’দফার প্রার্থী তালিকায় সেরকম কোনও চমক না থাকলেও পরের দুই দফায় অনেকগুলি চমক রয়েছে বিজেপির প্রার্থী তালিকায়। বিজেপির চারজন সাংসদ এবার বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন। এছাড়া, সিঙ্গুরের ‘মাস্টারমশাই’ তথা বিদায়ী তৃণমূল বিধায়ক যিনি সদ্য বিজেপিতে যোগ দিলেন তাঁকেই সিঙ্গুরে প্রার্থী করা হল। কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয় টালিগঞ্জে, নিশীথ প্রামানিককে দিনহাটায়, লকেট চুঁচুড়া এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্তকে তারকেশ্বরে প্রার্থী করল বিজেপি। এছাড়া কয়েকজন টলি তারকাকেও এবার টিকিট দিল বিজেপি। দেখে নিন এক ঝলকে কয়েকজন উল্লেখযোগ্য প্রার্থী এবং তাঁদের আসন।
ডোমজুড়- রাজীব বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর- রবীন্দ্রনাথ ভট্টাচার্য
তারকেশ্বর- স্বপন দাসগুপ্ত
চুঁচুড়া- লকেট চট্টোপাধ্যায়
দিনহাটা- নিশীথ প্রামানিক
টালিগঞ্জ- বাবুল সুপ্রিয়
চণ্ডীতলা- যশ দাসগুপ্ত
হাওড়া দক্ষিণ- রন্তিদেব সেনগুপ্ত
সোনারপুর দক্ষিণ- অঞ্জনা বসু
আলিপুরদুয়ার- অশোক লাহিড়ি
বেহালা পূর্ব- পায়েল সরকার
কসবা- ডাঃ ইন্দ্রনীল খাঁ
শ্যামপুর- তনুশ্রী চক্রবর্তী
ডায়মন্ড বারবার- দীপক হালদার
জয়নগর- রবিন নস্কর
ক্যানিং পূর্ব- কালীপদ নস্কর
ক্যানিং পশ্চিম- অর্নব রায়
বাসন্তী- রমেশ মাঝি
কুলপি- প্রণব মল্লিক
বজবজ- ডাঃ তরুণ আদক
মন্দিরবাজার- দিলীপ জটুয়া
বারুইপুর পশ্চিম- দেবপম চট্টোপাধ্যায়
যাদবপুর- রিঙ্কু নস্কর
ভাঙড়- সৌমি হাতি
জঙ্গিপাড়া- দেবজিৎ সরকার
খানাকুল- সুশান্ত ঘোষ
উলুবেড়িয়া উত্তর- চিরণ বেরা
পুরসুড়া- বিমান ঘোষ
হরিপাল- সমীরণ মিত্র
ধনেখালি- তুষার মজুমদার
সাতগাছিয়া- চন্দন পাল দাস
কোচবিহার উত্তর- সুকুমার রায়
Thank You for your important feedback