অবশেষে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের আসনরফা চুরান্ত

অবশেষে কাটল জট। রাজ্যে তৃণমূল ও বিজেপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছিল ‘সংযুক্ত মোর্চা’। বামফ্রন্টের দলগুলি ছাড়াও এই সংযুক্ত মোর্চায় রয়েছে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। এরমধ্যে বামফ্রন্টের সঙ্গে আইএসএফের আসনরফা আগেই হয়ে গিয়েছিল। কিন্তু প্রদেশ কংগ্রেসের সঙ্গে আব্বাসের দলের আসনরফা নিয়ে সমস্যা হচ্ছিল। এবার সেটাও চুরান্ত হল। জোট সূত্রে জানা যাচ্ছে, ১৬৫, ৯২, ৩৭, এই সূত্র অনুযায়ী জোটের তিন শরিকের রফা হয়েছে। অর্থাৎ জোটে সবচেয়ে বড় শরিক বামফ্রন্ট লড়বে ১৬৫ আসনে। প্রদেশ কংগ্রেস প্রার্থীরা দাঁড়াবে ৯২ আসনে এবং আব্বাসের দল বাকি ৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবে।

 

অপরদিকে বামেদের মধ্যেও আসনরফা চুরান্ত হয়েছে। এরমধ্যে সিপিএম প্রার্থী দেবে ১৩০ আসনে, ফরওয়ার্ড ব্লক ১৫, আরএসপি ১১ এবং সিপিআই প্রার্থী দেবে ৯ আসনে। সূত্রের খবর, আব্বাসের দল এখনও অখুশি আসন নিয়ে। কারণ তাঁরা যে ৩৭টি আসন পাচ্ছে তাঁর মধ্যে উত্তরবঙ্গের আরও তিনটি আসন দাবি রয়েছে। কিন্তু কংগ্রেস তাঁদের ওই আসনগুলি ছাড়তে নারাজ। আব্বাসের আইএসএফ মালদা জেলায় একটি এবং উত্তরবঙ্গের আরও দুটি আসন পেতে চাইছে। রফাসূত্র হিসেবে তাঁরা বর্তমান আসনের যেকোনও তিনটি আসন ছাড়তে রাজি। কিন্তু কংগ্রেস বেঁকে বসায় সমস্যা এখনও পুরোপুরি মেটেনি। যদিও এই আসনগুলি নিয়ে আলোচনা এখনও চলছে। অপরদিকে পুরুলিয়ায় আসন রফা নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে সামান্য দ্বন্দ্ব রয়েছে বলেই জানা যাচ্ছে। তবে সংযুক্ত মোর্চার সব পক্ষই জানাচ্ছে জোট মোটামুটি চুরান্ত। সামান্য যা সমস্যা আছে সেটা আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়া যাবে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post