লক্ষ্য বিহারি ভোট, তেজস্বী যাদব থাকছেন মমতার পাশেই

তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। সোমবার নবান্নে তৃণমূল নেত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করে বাইরে এসে এই বার্তাই দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। লালু পুত্র এদিন নবান্নে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। প্রায় ৪০ মিনিট দুজনের আলোচনা হয়েছে। এরপরই পাশে থাকার বার্তা দিয়ে তেজত্বী বলেন, দেশে গণতন্ত্র বিপন্ন, বাংলায় তাই বিজেপি-কে রুখতেই হবে। লালুজিও মমতা দিদিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। বাংলায় হিন্দিভাষী এবং বিহারের সমস্ত মানুষকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। মমতা দিদির হাত শক্ত করতেই হবে। পাল্টা সৌজন্য দেখাতে ভোলেননি তৃণমূল নেত্রীও। তিনি বলেন, ‘গত বিধানসভা নির্বাচনে বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল তেজস্বীরই। কিন্তু বিজেপির কৌশলে তা সম্ভব হয়নি। আগামীর জন্য তাঁকে শুভেচ্ছা জানাই’। 

তবে বাংলার ভোটে দুই দলের মধ্যে কোনও আসন রফা হচ্ছে কিনা সেটা নিয়ে মুখ খোলেননি কেউই। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে এই রাজ্যে ৫টি আসনে লড়তে চায় তেজস্বী যাদবের আরজেডি। এই প্রসঙ্গে মুখ না খুললেও তেজস্বীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘তৃণমূল কংগ্রেসের লড়াই মানেই আমাদের লড়াই। বাংলায় বসবাসকারী সমস্ত বিহারীদের বলবো, আপনারা মমতাদির পাশে থাকুন। তাঁর হাত শক্ত করুন’। উল্লেখ্য, বিহারের গত বিধানসভায় বাম-কংগ্রেসের সঙ্গে মহাগঠবন্ধন করে লড়াই করেছিলেন তেজস্বী যাবদ। কিন্তু সেখানে ফায়দা হয়নি তাঁদের। এবারও পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট করেছে। ব্রিগেডেও বড় মাপের সমাবেশ করেছে। কিন্তু সেখানে হাজির ছিলেন না তেজস্বী। উল্টে নবান্নে এসে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠক করে পাশে থাকার বার্তা দিলেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post