মামা এবার প্রার্থী হয়েছেন বিজেপির তরফে, আর একই আসনে তৃণমূলের প্রার্থী আবার তাঁরই আপন ভাগ্নে। ফলে একুশের বিধানসভা নির্বাচনে আপাত নিরীহ একটি বিধানসভা কেন্দ্র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্র। এখানেই তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু তৃণমূল প্রার্থী, তিনিই এখানকার দুবারের বিধায়ক। এবার তাঁর বিপরীতে বিজেপির টিকিটে দাঁড়িয়েছে বকুল মুর্মু। যদিও তিনি এর আগেও এখান থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, তবে সেবার তিনি হেরেছিলেন। এবারও তৃণমূল প্রার্থী প্রচারের ফাঁকে জানিয়ে দিলেন, মামাকে এবারও হারাবো। মামা-ভাগ্নের এই লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নয়াগ্রামের মানুষ। বকুলবাবু অবশ্য এবার আশাবাদী। বিজেপির সংগঠন আগের থেকে শক্তিশালী হয়েছে। তৃণমূলের দূর্নীতিকে হাতিয়ার করেই তিনি জোরদার প্রচার চালাচ্ছেন। এখন দেখার মামাকে হারিয়ে জেতার হ্যাটট্রিক করেন কিনা তৃণমূল প্রার্থী ভাগ্নে। আবার ভাগ্নেকে পরাজিত করে বিজেপি প্রার্থী মামা জয়ের মুকুট ছিনিয়ে নিতে পারেন কিনা।
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম কেন্দ্রে এবার মামা-ভাগ্নের লড়াই
0
March 12, 2021
Tags
Thank You for your important feedback