নেটফ্লিক্সে
এবার 'বম্বে বেগমস’ ওয়েব সিরিজের সম্প্রচার বন্ধ করার আর্জি জানাল জাতীয়
শিশু সুরক্ষা কমিশন। এই ওয়েব সিরিজে শিশুদের বেশ কিছু দৃশ্য কুরুচিকরভাবে
দৃশ্যায়িত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার জাতীয় শিশু সুরক্ষা কমিশন আগামী
২৪ ঘন্টার মধ্যে নেটফ্লিক্সের কাছে রিপোর্ট চেয়েছে। রিপোর্ট পেশ করতে না
পারলে কমিশন এরপর আইনি পদক্ষেপ নেবে বলেই জানা যাচ্ছে। এই সিরিজটিতে
শিশুদের জন্য অনুপযুক্ত দৃশ্যায়ন শিশুমনকে কষ্ট দিতে পারে বলেই মনে করছে
কমিশন। অভিযোগ, একদিকে শিশুদের ওপর অত্যাচার, শোষণ দেখানো হচ্ছে অন্যদিকে
নাবালকদের যৌনচার, মাদকসেবনের মতো ঘটনাও দেখানো হচ্ছে। যার জেরে শিশুদের
মধ্যে খারাপ প্রভাব আসতে পারে বলেই সমাজবিজ্ঞানীদের একাংশের ধারণা। কমিশনের
মতে, নেটফ্লিক্স এই সিরিজ সম্প্রচার করার আগে দেখা উচিত ছিল এই সব
দৃশ্যগুলোকে দেখানো উচিৎ কিনা। তাঁদের উচিৎ ছিল এই বিষয়ে সতর্ক থাকা।
বিভিন্ন মাধ্যমে আসা অভিযোগের ওপর ভিত্তি করেই পদক্ষেপ নিল জাতীয় শিশু
সুরক্ষা কমিশন।
নেটফ্লিক্সে 'বম্বে বেগমস' সিরিজ বন্ধের আর্জি শিশু সুরক্ষা কমিশনের
0
March 12, 2021
Tags
Thank You for your important feedback