করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার


 

করোনায় আক্রান্ত হলেন এবার বলিউডের সুপারস্টার তারকা অক্ষয় কুমার। রবিবার তিনি এই কথা টুইট নিজেই জানালেন। ইতিমধ্যে তিনি জানান, 'সকলকে আজ জানাচ্ছি আমার করোনা পজিটিভ। বাড়িতেই আছি. চিকিৎসকের সমস্ত পরামর্শ মেনেন চলছি। আমার সংস্পর্শে যারা ছিলেন তার অবশই করোনা টেস্ট করিয়ে নিন।
আপনারা সকলেই ভালো থাকুন। খুব তাড়াতাড়ি  তিনি কাজে ফিরবেন সেই কথা জানলেন। যদিও 'রামসেতু' ছবির শুটিংয়ের জন্য তিনি অযোধ্যায়  ছিলেন।শনিবার ও ছবির  শুটিং হয়। এরপর আজ তিনি সকালে জানতে পারেন তার করোনা পজিটিভ। আপাতত তিনি শুটিং থেকে বিরত নিচ্ছেন।সুস্থ হলে ফের শুটিংয়ে ফিরবেন।একে একে  বহু বলিউড তারকা করণের কবলে পড়ছে।সেই তালিকায় এবার অক্ষয় কুমার।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.