তৃতীয় দফার আগে তিন জেলার পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল কমিশনের

 

তৃতীয় দফার র্নির্বাচনের আগে এবার আলিপুরদুয়ার, হুগলি ও দুই ২৪ পরগনা জেলার পুলিশ প্রশাসনে ব্যাপক বদলির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতিকে বদলি করে সেখানে আনা হয়েছে আইপিএস অফিসার অমিত কুমার সিংহকে। হুগলির চন্দননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসুকে অপসারণ করে নিয়োগ করা হয়েছে আইপিএস অফিসার অভিষেক মোদীকে। যদিও গরুপাচার কাণ্ডে সম্প্রতি তাকে সিবিআই ডেকে পাঠিয়েছিল। উত্তর ২৪ পরগণের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি জোন দুইয়ে খড়্গপুর রেল পুলিশের সুপার অবদেশ পাঠককে বদলি করা হয়. এদিকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার ডেপুটি পুলিশ সুপার মিঠুন দে-কে বদলি করেছে কমিশন। সেই জায়গায় শ্যামল কুমার মন্ডলকে আনা হয়েছে। নির্বাচনে সময় একের পর এক প্রশাসনে বদল ঘটাচ্ছে নির্বাচন কমিশন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.