করোনার দ্বিতীয় স্ট্রেন উদ্বেগ বাড়াচ্ছে গোটা দেশে। সেখানে উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভমকলা শুরু হয়েছে। এদিকে করোনা উপেক্ষা না করেই পূর্ণ্যাথীরা শাহী স্নানের উদ্দেশ্যে পৌঁছন। দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ। অন্যদিকে কোভিড বিধি শিকেয় তুলে দিয়ে স্নানযাত্রায় ব্যস্ত পূর্ণাথীরা। কুম্ভমেলায় ভিড় বেড়ে চলেছে।সেখানে সাধারণ মানুষ কি দুরুত্ববিধি মানতে পারছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই জমায়েত নিয়ে আপত্তি জানিয়েছেন । মেলায় এইভাবে সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছেনা।কারোর মুখেই নেই মাস্ক।এদিকে পূর্ণ্যাথীরা বলছেন,এখানে কোভিড বিধি মানা সম্ভব নয় যদিও হরিদ্বারের খুম্ভমেলায় আসতে হলে করোনা নেগেটিভ থাকতে হবে।
তাই এই পরিস্থিতিতে ততটা উদ্বেগে নেই পূর্ণাথীরা। প্রতি ১২ বছর অন্তর হরিদ্বারে এই কুম্ভমেলা হয়। এবছর ও তা বাদ পড়েনি। কিন্তু দেশে দ্বিতীয়বারের জন্য করোনা আছড়ে পড়তে হরিদ্বারের ছবিটা একদম অন্যরকম। শয়ে শয়ে পূর্ণ্যাথীরা শাহী স্নান সারতে হরিদ্বারে যাচ্ছেন। এদিকে কোভিড পরিস্তিতি নিয়ে হরিদ্বারের গঙ্গার ঘাটগুলিতে সতর্ক রাখার কথা বলা হয়েছে প্রশাসনকে।কিন্তু কজন মঞ্চে । হরিদ্বারে গত ২৪ ঘন্টায় ৩৬৮ জানা করোনায় আক্রান্ত। এই কোভিড পরিস্থিতিতে কুম্ভমেলার জমায়েত নিয়ন্ত্রণে আনা প্রশাসনের সবথেকে বেশি চ্যালেঞ্জ।
Thank You for your important feedback