নন্দীগ্রামে দিদিকে ক্লিনবোর্ড করা হয়েছে :মোদি

 

সোমবার রাজ্যে একাধিক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ছিল. এদিকে বর্ধমানে  জনসভা করলেন মোদি। সেখানে মঞ্চ থেকেই তিনি বলে উঠলেন, প্রথম চার দফাতে বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে। তার বক্তব্য অনুযায়ী, দিদি হারতে চলেছে তাই তিনি হতাশায় ভুগছেন। অন্যদিকে তিনি বললেন, 'বর্ধমানের মিহিদানা  বিখ্যাত '. সেখানে দিদির  পছন্দ হওয়ার কথা.তাহলে এতো তিক্ততা কেন ? দিদি বুঝে গেছেন যে হেরে  যাবে। ৪ দফায় নির্বাচন ভালো হয়েছে। মানুষ প্রচুর ছক্কা চার মেরেছে।  সেখানেই বিজেপির সেঞ্চুরি।তাই দিদির রাগ হওয়া স্বাভাবিক। এদিন সভা মঞ্চ থেকে এও বললেন,নন্দীগ্রামে দিদি হারছেন, তার কোথায়,'নন্দীগ্রামের  মানুষ দিদিকে ক্লিনবোর্ড করে দিয়েছে। দিদির খেলা শেষ. দিদির এই খেলা ধরে  ফেলেছে জনতা। তাই আর একুশের নির্বাচনের পর দিদি আর ফিরবেনা। বড় হারের মুখে তৃণমূল'.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.