পুলওয়ামায় সেনা-জঙ্গির লড়াইয়ে খতম ৫ সন্ত্রাসবাদী


 
 বৃহস্পতিবার রাত থেকে ফের কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা- জঙ্গিদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। কাশ্মীরের পুলওয়ামা ও সোপিয়ানে সংঘর্ষের জেরে ৫ জঙ্গি নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ৪ জন জওয়ানও গুলির লড়াইয়ে আহত হয়েছেন।  কাশ্মীর পুলিশ জোনের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকালেও অবন্তীপুরার ত্রাল এলাকায় সেনা-জঙ্গিদের সংঘর্ষ বাঁধে। গতকাল সোপিয়ানে যে সংঘর্ষ হয় তাতে ৩ জঙ্গি নিহত হয়েছে। অন্যদিকে দুই জঙ্গি মহল্লা মসজিদে লুকিয়ে আছে বলেও খবর। তাঁদের ঘোরাও করে খোঁজ চালানো হচ্ছে। এখানে গুলির লড়াইয়ে ৪ সেনা সহ এক পুলিশকর্মী আহত হয়েছেন। যদিও এক জঙ্গির বাবাকে পাঠানো হয় ওই লুকিয়ে থাকা জঙ্গিদের আত্মসমর্পন করার কথা বোঝানোর জন্য। কিন্তু শুক্রবার সকাল থেকেই একইভাবে চলছে গুলির লড়াই। এছাড়া বেশকয়েকজন জঙ্গি লুকিয়ে আছে খবর পাওয়া যাচ্ছে। ফলে এনকাউন্টার এখনও শেষ হয়নি।



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.