নেট জমানার কুফল, আজকের শিক্ষিত মানুষ পড়তে ভুলে গিয়েছে ,অর্থাৎ বই থেকে হ্যান্ডবিল কিছুই পড়ে না কারণ সবই তো হয়ে যাচ্ছে নেট মাধ্যমে | করোনা আবহে না পড়ার অভ্যাস আরও চলে গিয়েছে | মানুষ কিন্তু কেনে বিলটির শুধুই দাম এবং ট্যাক্স দেখে। এতটাই ব্যস্ত তারা | ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যেকের বাড়িতে ইস্তাহার এবং প্রার্থীর জীবনের একটি পত্র দিত | আজকালও হয়তো দেয় কিন্তু পড়ে কেউ ? বরং ভাষণ শোনে, ভিড় দেখে কিংবা রোড শো দেখে | আসলে তারা ঠিকই করে রেখেছে কাকে ভোট দেবে | ২০১৯ এ বামেদের ভোট যে বিজেপিতে যাবে কেউ আন্দাজ করেছিল? এটা তো একদিনে হয়ে নি, নতুবা সারা বাংলার সর্বত্র এই একই চিত্র দেখা গিয়েছে | আজ ভবানীপুর বিধানসভায় অমিত শাহ নিলে হাতে ইস্তাহার বিতরণ করলেন ভোটারদের মধ্যে | যদি তাঁর কল্যানে একটু পড়ে |
Post a Comment
Thank You for your important feedback