পেটের সমস্যাও করোনার লক্ষণ


 

 

চরিত্রহীন রোগ করোনা ভাইরাস, ২০২০-র সঙ্গে এবার নানান ক্ষেত্রে সংক্রমণে অমিল রয়েছে। এতদিন জানা গিয়েছিল জ্বর, সর্দি, ভয়ানক রকম কাশি ইত্যাদিই ছিল করোনার লক্ষণ। কিন্তু এবার চরিত্র পাল্টেছে করোনা। বয়সজনিত সমস্যা ছিল ৫৫ উর্দ্ধ মানুষের, এবারে সেটাও পাল্টে গিয়েছে। পাঁচ বছরের নীচের শিশুরাও অবলীলায় করোনা আক্রান্ত হচ্ছেন। এই সংক্রমণের চরিত্র পাল্টানোয় চিন্তায় ডাক্তারবাবুরা এবং বিশেষজ্ঞ মহল। একটি চিকিৎসা তখনই সঠিক হতে পারে, যখন রোগ নির্ধারণ করা সম্ভব হয়। এমনটাই  দাবি চিকিৎসক মহলের।

এবারে দেখা যাচ্ছে জ্বর হচ্ছে না, সর্দি কাশির লক্ষণ নেই। বরং দেখা যাচ্ছে প্রচন্ড গ্যাস হচ্ছে পেটে, হজমের গন্ডগোল হচ্ছে এবং পেট খারাপ হচ্ছে বহু ক্ষেত্রে। ডায়রিয়া হচ্ছে অনেকের। কিন্তু শুধুমাত্র পেটের সমস্যা নিয়ে কিভাবে রোগী বুঝবেন যে তার করোনা হয়েছে? এর উত্তরে ডাক্তাররা জানাচ্ছেন, শরীর খুব দুর্বল লাগতে পারে, ঘুমঘুম ভাব থাকবে, মাথা ধরবে কিংবা চোখ লাল হতে পারে। এই ধরণের সমস্যা হলেই করোনা টেস্ট করতে হবে। দেখা যাচ্ছে ৪৫ বছরের নিচে প্রচুর মানুষ সংক্রামিত হচ্ছেন এবং বাদ যাচ্ছে না বাচ্চারাও। সুতরাং সমস্যা গভীরে।     



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.