আশিয়ান বৈঠকে উপস্থিত থাকছেন জুন্টা প্রধান হ্লাইং

 বেশকিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মায়ানমার। এদিকে প্রতিবাদ থামাতে নিরাপত্তারক্ষীদের চালানো গুলিতে এখন ও পর্যন্ত ৭০০ জন নাগরিক প্রাণ হারিয়েছে। তুমুল সমালোচনার মুখে সেনাশাসকরা এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে নিয়ে আয়োজিত আসিয়ান বৈঠকে যোগ দিতে চলেছেন মায়ানমারের সেনাপ্রধান তথা জুন্টা শীর্ষ নেতা মিন আউং হ্লাইং। গত ফেব্রুয়ারি মাসে মায়ানমারে ধুন্ধুমার পরিস্থিতি। দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।  দেশে শান্তি ও গণতন্ত্র ফেরাতে এদেশে জুন্টার আগমন। সেনা অভ্যুথানের পর এই প্রথমবার  হ্লাইং এর বিদেশ সফর।  এই সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তা আনুষ্ঠানিকভাবে এখনও  জানানো হয়নি।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.