করোনায় আক্রান্ত এবার বলিউড অভিনেতা অর্জুন রামপাল। অভিনেতা সেই কথা নিজেই সোশ্যাল হ্যান্ডেলে জানালোন। তিনি বললেন, ' আমি করোনা পজিটিভ। আপাতত আমি বাড়িতেই আছি. ডাক্তারের সমস্তরকম পরামর্শ মেনে চলছি। যা যা নিয়ম তা পালন করছি। এছাড়া আমার সংস্পর্শে এই দশ দিনে যারা এসেছেন তারা সাবধানে থাকবেন ও নিজের যত্ন নেবেন। এই সময়টা খুব ভয়ের। তবে আমরা সাবধানে থাকলে, করোনাকে আমরাই হারাতে পারি'। এদিকে মহারাষ্ট্র,মুম্বাইয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। ইতিমধ্যে বলিউডের বহু তারকাই করোনায় আক্রান্ত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল অর্জুন রামপাল।
— arjun rampal (@rampalarjun) April 17, 2021

Post a Comment
Thank You for your important feedback