প্লাস্টিকের স্তূপ বলিভিয়ার uru uru lake

 

একদিকে হ্রদ অন্যদিকে বলিভিয়ার uru uru লেকে জমছে প্লাস্টিকের স্তূপ। দীর্ঘদিন ধরে জলে জমছে প্লাষ্টিক। শুধু প্লাস্টিক নয় ,জমে আছে টায়ার, খেলনা, কন্টেইনার। পরিবেশবিদরা জানিয়েছেন, এই প্রাকৃতিক সম্পদ কিন্তু দূষণের কারণ হয়ে দাঁড়াবে। এইভাবে স্তূপাকার হচ্ছে লেকের জল। ২০১৬ সালে বলিভিয়ার হাইল্যান্ডে তীব্র চড়া পরতে থাকে। জল একেবারেই নেমে যায়. এরপর জমতে থাকে প্লাষ্টিক।ইতিমধ্যে এলাকার সাধারণ অমানুষ ও বেশ কিছু সংঘটন পরিষ্কার করার উদ্যোগ নেন. তবে দিনে দিনে জেএভবে লেকে প্লাস্টিকের স্তুপ জমছে তাতে পরিবেশ দূষণ মাত্রারিক্ত ছড়াবে বলে মনে করছেন পরিবেশবিদরা। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.