করোনার গ্রাসে এবার মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র, আক্রান্ত হলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার
0
April 20, 2021
করোনা অতিমারীতে রাজনীতিবিদ থেকে শুরু করে তারকা প্রত্যেকেই সংক্রমিত। এবার করোনার কবলে নির্বাচনী দফতর। মঙ্গলবার করোনায় আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। এর পাশাপাশি সংক্রমিত হলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। গত ১৩ এপ্রিল মুখ্য নির্বাচন কমিশনার দায়িত্বপ্রাপ্ত পদে নিযুক্ত হয়েছিলেন সুশীল চন্দ্র। যদিও সেই সময় থেকে তার শরীরে এই ভাইরাস দানা বেঁধেছিল। এরপর আজ সেই কথা জানালেন তিনি। বাড়িতেই রয়েছেন। এছাড়া নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি সংক্রমিত হওয়ায় বাড়িতেই আছেন। ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। বাড়িতে বসেই তার গুরুত্বপূর্ণ কাজগুলি করছেন। যদিও এখন ও তিনদফা নির্বাচন বাকি। সেই কাজগুলি মূলত বাড়িতে বসেই সারছেন দুজন দায়িত্বপ্রাপ্ত কমিশনার। এদিকে প্রতিনিয়ত বাড়ছে করোনা। যেখানে নির্বাচন কমিশন চাইছে সচেনতনতার সাথে এই ভোট করতে হবে। এবার সেখানেই হানা দিল করোনা।
Thank You for your important feedback