করোনার দ্বিতীয় ঢেউয়েও কি বন্ধ হচ্ছে ট্রেন? জানাল রেল

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। যার জেরে বেসামার অবস্থা রাজ্যে রাজ্যে। আলাদা আলাদা করে কয়েকটি রাজ্য ইতিমধ্যেই লকডাউন, আংশিক লকডাউন বা সপ্তাহান্তের লকডাউন জারি করেছে। এছাড়া নাইট কার্ফু, ১৪৪ ধারা জারি করেও করোনা সংক্রমণ ঠেকাতে ব্যস্ত রাজ্যগুলি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কি ফের বন্ধ হতে চলেছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা? বিভিন্ন জল্পনা-কল্পানা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পরছিল। এবার মুখ খুলল ভারতীয় রেল কর্তৃপক্ষ। ভারতীয় রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোনও রকম গুজবে কান দেওয়ার দরকার নেই। এখনও পর্যন্ত ট্রেন পরিষেবা স্বাভাবিকই থাকছে। তবে রেলমন্ত্রক এও জানিয়ে দিয়েছে, যাদের কনফার্মড টিকিট বা RAC টিকিট রয়েছে তাঁরাই একমমাত্র স্টেশনে আসুন। দুরত্ববিধি মেনেই রেলযাত্রা করার অনুরোধ জানানো হয়েছে রেলের তরফে। 


 


তবে চিন্তা বাড়চ্ছে লোকাল ট্রেন পরিষেবা নিয়ে। পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন শাখায় রোজই বাতিল হচ্ছে বেশ কয়েকজোড়া লোকাল ট্রেন। গত তিন-চার দিনে শিয়ালদা শাখায় ২৫ থেকে ৩০টির মতো ট্রেন বাতিল করতে হয়েছে। মূলত, ট্রেনের মোটরম্যান, গার্ড, টিকিট পরীক্ষক মিলিয়ে ১০০ জনের বেশি রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বিগত কয়েকদিনে। সোমবার পর্যন্ত হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন মিলিয়ে প্রায় ৬০ জন গার্ড এবং চালকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ফলে লোকাল ট্রেন চালাতে সমস্যায় পড়ছেন পূর্ব রেলের কর্তারা। সোমবারও বাতিল হয়েছিল ৩০ জোড়া লোকাল ট্রেন। মঙ্গলবার বাতিল করতে হয়েছে ২৮ জোড়া ট্রেন। হাওড়া ডিভিশনেও কমবেশি ১০-১২ জোড়া ট্রেন বাতিল হচ্ছে। রেলকর্মীদের মধ্যে দ্রুতহারে সংক্রমণ ছড়ানোয় চিন্তায় রেলকর্তারা। অপরদিকে, ট্রেন বাতিলের জেরে লোকাল ট্রেনে ভিড় বেড়েছে। সেটাও আবার চিন্তার বিষয়। সবমিলিয়ে উভয় সঙ্কটে পড়েছেন পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের কর্তারা। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post