অক্সিজেনের ঘাটতি দেশ জুড়েই। দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালগুলি কাতর আবেদন জানাচ্ছে দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করতে। এই পরিস্থিতিতে দিল্লির এক হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে এক ভয়াবহ চিত্রের কথা। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের মেডিকেল অফিসার সংবাদ সংস্থা এএনআই-কে জানালেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি থাকা সবথেকে অসুস্থ ২৫ জন মারা গিয়েছে। দুই ঘণ্টার বেশি অক্সিজেন বেঁচে নেই। ভেন্টিলেটর এবং বাইপ্যাপ যন্ত্র ঠিকভাবে কাজ করছে না। এক্ষুণি অক্সিজেন এয়ারলিফ্ট করিয়ে আনতে হবে। নাহলে হাসপাতালের ৬০ জন রোগীর জীবন বিপন্ন হতে পারে'।
এই পরিস্থিতিতে উদ্যোগী হয়েছে দিল্লির কেজরিওয়াল সরকার। তাঁরা ইতিমধ্যেই ওড়িশা থেকে লিকুইড অক্সিজেন উড়িয়ে আনছে। কেজরিওয়াল জানিয়েছেন,আগে দিল্লির জন্য বরাদ্দ ছিল দৈনিক ৩৭৮ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন। এখন সেই পরিমাণ বাড়িয়ে ৪৮০ মেট্রিক টন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজধানীর জন্য অক্সিজেনের বরাদ্দ বাড়ানোয় মোদী সরকারকে ধন্যবাদও জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যা পরিস্থিতি, তাতে করোনা রোগীদের চিকিৎসার জন্য এখনই দৈনিক ৭০০ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন দরকার। যার প্রমাণ দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন মুমূর্ষু রোগীর মৃত্যু। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১৬৯ জন। এই মুহূর্তে রাজধানীতে সক্রিয় রোগীর সংখ্যা ৯১ হাজার ৬১৮ জন এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩০৬ জনের।
Thank You for your important feedback