ভার্চুয়াল প্রচারে মমতা মোদি

বৃহস্পতিবার জানা গিয়েছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর বাংলায় প্রচারে আসছেন না এবং অমিত শাহও আসবেন না বলে জানা যাচ্ছে | এদিকে আজ মোদির ৪ টি সভার কথা ছিল, তার মধ্যে কলকাতার ময়দানে একটি | কিন্তু ৪ টি সভাই ভার্চুয়ালি করবেন বলে জানানো হয়েছে | অন্যদিকে বৃহস্পতিবার অবধি বিভিন্ন বিধানসভায় প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | কিন্তু আজ থেকে তিনিও ভার্চুয়াল ভাষণ দেবেন| নির্বাচনী প্রচারে করোনা সংক্রমণ বেড়েছে, নির্দ্বিধায় তা বলা যায় প্রশ্ন উঠে গিয়েছে ভোট দিতে গিয়ে কতটা সংক্রমণ বেড়েছে ! এখন চলেছে নিজেদের সামাল দেওয়ার পালা | ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট চরম সমালোচনা করেছেন নির্বাচন কমিশনকে| দায়িত্ব সঠিক হচ্ছে না বলে জানিয়েছেন মাননীয় আদালত| দেখার বিষয় আজ হাইকোর্ট কি বলেন অথবা নির্বাচন কমিশন শেষ দফাগুলি নিয়ে কি নির্দেশিকা দেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post