ভোটের মুখে দুবরাজপুরে বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল যুবকের

 

ভোটের মুখেই বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের লোবা পঞ্চায়েত আমুড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধেবেলা ওই যুবক বাড়িতেই ছিলেন। এরপর অন্য দুই যুবক তাঁকে ডেকে নিয়ে যায় বলেই দাবি পরিবারের। সেই রাতে বাড়ি ফেরেনি যুবক। পরিবারের লোক খোঁজ করতে থাকলেও হদিস পায়নি। শুক্রবার সকালে বাড়িরই কিছুটা দূরত্বে ওই যুবককে রক্তাত্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ আসে. কয়েকজন আহত যুবককে সিউড়ি হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। যদিও পুলিশের তরফে জানা গেছে, গতকাল রাতে বোমা বাঁধার জন্য অজয় নদের চরে বাঁশবাগানের কাছে বেশকয়েকজন জড়ো হয়েছিল। সেখানেই ছিলেন ওই যুবক। এরপর বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যায় গ্রামে। বিস্ফোরণ হওয়ায় ওই যুবক জখম হয়েছেন। তবে ওই যুবক ছাড়া আর কারা করা ছিল জানতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.