মমতাকে ‘বেগম’ বলায় শুভেন্দুকেও কমিশনের নোটিস

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। ৪৮ ঘন্টার মধ্যে যথাযথ জবাব না দিলে কড়া শাস্তির কথাও বলা হয়েছিল ওই নোটিশে। এবার নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকেও নোটিস পাঠালো নির্বাচন কমিশন। সূত্রের খবর, নন্দীগ্রামের ওপর প্রার্থী তথা তৃণমূলনেত্রীকে 'বেগম' বলে সন্মধন করেছিলেন শুভেন্দু। এই নিয়ে কমিশনে নালিশ ঢুকেছিল সিপিআইএমএল। পাশাপাশি এটাকে সাম্প্রদায়িক উষ্কানীমূলক বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেসও। সবমিলিয়ে নির্বাচন কমিশন শুভেন্দুকে জবাবদিহি চেয়ে নোটিশ পাঠিয়েছে। ২৪ ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে বিজেপি নেতাকে। উল্লেখ্য, গত ২৯ মার্চ নন্দীগ্রামে ভোট প্রচারে মমতাকে বেগম বলে তীব্র আক্রমণ করেছিলেন শুভেন্দু। 


অপরদিকে হুগলির তারকেশ্বরে এক জনসভায় তৃণমূলনেত্রী মুসলিমদের একজোট হয়ে ভোট ভাগাভাগি না করে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগ এনেছিল বিজেপি। ফলে কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলে। এবার প্রায় একই অভিযোগে শুভেন্দুকেও নোটিস দিল কমিশন। রাজনৈতিক মহলের অভিমত, এতে অনেকটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করল নির্বাচন কমিশন। বঙ্গে ভোটযুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকেই তৃণমূলনেত্রী এবং একদা তাঁরই সহযোগী শুভেন্দু একে অপরকে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এরপর মমতা নন্দীগ্রামের প্রার্থী হন, বিজেপিও সেখানে শুভেন্দুকে প্রার্থী করে। শুরু হয় মহাযুদ্ধ। আপাতত দুজনেই কমিশনের নজরে।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post