শনিবার চতুর্থ দফার
নির্বাচন শেষ হতেই বন্ধ হয়ে গেল হাওড়া ঘুসুড়ির হনুমান জুটমিল। রবিবার
সকালে ওই জুটমিলে কাজ করতে গিয়ে শ্রমিকরা দেখেন ওই কারখানার গেটে সাসপেনসন
অফ ওয়ার্কের নোটিশ বোর্ড ঝুলিয়ে দিয়েছে জুটমিল কর্তৃপক্ষ। যদিও সেখানে
লেখা ‘টেম্পোরারি সাসপেনসন অফ ওয়ার্ক’। কিন্তু কাজ হারিয়ে মিলকর্মীরা
ক্ষোভে ফেটে পরেন। হনুমান জুটমিলের গেটের সামনে তাঁরা বিক্ষোভ দেখায়। এরপর
খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় মালিপাচঘড়া থানার পুলিশ। কর্মীরা
অভিযোগ করে গত সেপ্টেম্বর মাসে এই মিল বন্ধ হয়েছিল, ফের ডিসেম্বরে মিল
খুলে যায়। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই ফের আজ বন্ধ করা হল মিল। প্রায়
আড়াই হাজার শ্রমিক কাজ হারিয়ে সমস্যার মুখে পড়লেন। শ্রমিকদের দাবি, মিল
খুলতে হবে অবিলম্বে। অন্যদিকে মিল কর্তৃপক্ষ জানায়, কাঁচামাল পাটের সরবরাহ
না থাকা এবং উৎপাদন অনেকটা কম বলেই কোম্পানির আর্থিক ক্ষতি হচ্ছে। সেই
কারণে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।
Thank You for your important feedback