কেন্দ্র বলার পরই টিকার দাম কমাল সিরাম ইনস্টিটিউট

উৎপাদনকারী সংস্থাগুলিকে টিকার দাম কিছুটা কমানোর আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপরই সেই আবেদনে সাড়া দিল সিরাম ইনস্টিটিউট। তাঁদের তৈরি করোনার টিকা কোভিশিল্ডের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল সংস্থা। রাজ্যগুলি এবার থেকে ৪০০ নয়, ডোজ পিছু ৩০০ টাকায় পাবেন করোনার টিকা ‘কোভিশিল্ড’। সেরাম ইনস্টিটিউটের CEO আদর পুনাওয়ালা টুইট করেই এই খবর জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, রাজ্যগুলোর জন্য ডোজ পিছু টিকার দাম ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হল। এতে রাজ্যগুলোর কোটি কোটি টাকা বেঁচে যাবে। এরফলে টিকাকরণের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। অনেক জীবন বাঁচবে।



যদিও বেসরকারি হাসপাতালের জন্য দাম কমানোর বিষয়ে সেরামের তরফে কিছু জানানো হয়নি। ১ মে থেকে ১৮ উর্ধ্বদের টিকাকরণের কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই অনেক রাজ্য বিনামূল্যেই টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতেই টিকার দাম ঘোষণা করে সিরাম ইনস্টিটিউট। কেন্দ্রকে ডোজ পিছু ১৫০০ টাকা, রাজ্যগুলির জন্য ডোজ পিছু ৪০০ টাকা এবং বেসরকারি হাসপাতালগুলির জন্য ৬০০ টাকা দাম রাখে ওই সংস্থা। টিকার দামের পার্থক্য হওয়ায় প্রতিবাদে সরব হয় বিরোধী দলগুলি। শুরু হয় দেশজোড়া বিতর্ক। এরপরই সংবাদ সংস্থা পিটিআই জানায়, সিরাম ইনস্টিটিউটকে টিকার দাম কমানোর কথা বলেছে কেন্দ্র। এবার রাজ্যগুলির জন্য করোনা টিকার দাম কমাল সিরাম। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.