পারমানবিক চুল্লি থেকে সমুদ্রে ১০ লাখ টন জল ছাড়বে জাপান

জাপান সরকারের এবার নয়া উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা। সূত্রের খবর, জাপান সরকার ফুকুশিমা পারমানবিক কেন্দ্র থেকে নির্গত ১০ লাখ টনের  বেশি জল সমুদ্রে ছাড়তে চলেছে। মঙ্গলবারই সেই কথা জানাল জাপানের সরকার। এই জল পারমানবিক চুল্লি ঠান্ডা রাখতেই ব্যবহার করা হয়। তবে জাপান সরকারের দাবি এই জল নিরাপদ। যদিও এই খবর পাওয়া মাত্র জাপানবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ে। সেই সঙ্গে আতঙ্কিত প্রতিদেশী দেশগুলিও। এদিকে সমুদ্রে দুষিত জল ছাড়ার সিদ্ধান্তের বিরোধিতা করছেন শেকলহংকার মৎস্যজীবীরা। সেখানকার সরকার জানান, অনেকদিন ধরেই এই জল সমুদ্রে ছাড়া হয়নিও। তবে এই জল ছাড়তে বেশ কয়েকদশক লেগে যাবে। সরকারের তরফে দাবি করা হয়েছে, বর্জ্য জল থেকে সমস্তরকম তেজস্ক্রিয় উপাদান সরিয়ে নেওয়া হবে।  এই জল খেলেও কারোর ক্ষতি হবেনা। তাঁদের আরও দাবি, আন্তর্জাতিক পরমানু সংস্থার (আইএইএ) থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে। তবুও  জাপান সরকারের এই জল ছাড়া নিয়ে নানা তর্ক-বিতর্ক উঠে আসছে জাপানে।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.