দেশে একদিনেই মৃত ৮৮০, আক্রান্ত দেড় লক্ষাধিক, চাপ বাড়াচ্ছে করোনা

সোমবার ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৩৬ জন। যা রবিবারের তুলনায় হাজার সাতেক কম। তা বলে করোনার বাড়বাড়ন্ত কমেনি দেশে। পরপর তিনদিন ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গিয়েছে। এটা করোনার প্রথম ধাক্কায় হয়নি। ফলে করোনার দ্বিতীয় ধাক্কা আরও অনেক বেশি চিন্তায় ফেলছে দেশবাসীকে। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৪৫৩ জন। মোট আক্রান্তের নিরিখে ভারত এবার ব্রাজিলকেও টপকে গিয়ে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এল। শীর্ষে এখনও আছে আমেরিকা। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ৮৮০ জন। এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৮৭৯ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১২ লাখের বেশি।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। এই রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ। এরমধ্যেই চলছে করোনা টিকাকরণের কাজ। তবে বেশ কয়েকটি রাজ্যের দাবি, টিকার জোগান কমে যাওয়ায় টিকাকরণ কর্মসূচিতে বাধা পড়ছে। এই পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে ভারতে রাশিয়ান করোনা টিকা স্পুটনিক-ভি ছাড়পত্র পেল। সূত্রের খবর, ভারত সরকারের পাশাপাশি ড্রাগ কন্ট্রোলও ছাড়পত্র দিয়েছে রাশিয়ান টিকাকে। অপরদিকে,  করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সভা-সমিতির ওপর বিধিনিধেষ দরকার দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এই মর্মে।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.