অবশেষে জামিনে মুক্ত লালু

 

অবশেষে বাড়ি ফিরছেন প্রাক্তন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। শনিবারের বারবেলায় তাঁর জামিন মঞ্জুর করা হয়। পশুখাদ্য দুর্নীতি মামলায় জেল হয়েছিল আরজেডি সুপ্রিমো লালুর। দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকার কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বর থেকে জেলবন্দি লালু। ৭ বছরের জেল হয় তাঁর। এরপর গত ৩ বছর ধরে লালুর জামিনের জন্য তাঁর আইনজীবীরা লড়াই করছিলেন। গত ১৯ ফেব্রুয়ারী ৪ টি মামলার মধ্যে ৩ টিতে জামিন পান লালু। অবশ্য জেলের থেকে অনেক বেশি অসুস্থতার কারণে হাসপাতালে কাটান তিনি। ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি ছিলেন লালু। পরে জেলের ডাক্তাররা পরীক্ষা করে লালুকে দিল্লির এইমসে সরিয়ে নেওয়া হয়। শনিবার আদালত তাঁর চতুর্থ মামলাটি থেকে জামিন দেন। ফলে এবার বাড়ি ফিরতে আর অসুবিধা রইল না লালু প্রসাদ যাদবের।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.