করোনা ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভার আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। এই ঘটনার জেরে ওই কেন্দ্রে ভোট স্থগিত করে দিল নির্বাচন কমিশন। আগামী ২৬ এপ্রিল ভোট হওয়ার কথা ছিল ওই কেন্দ্রে। কিন্তু প্রার্থীর মৃত্যুর জেরে স্থগিত করে দেওয়া হল ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের নিয়ম হল কোনও স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থী যদি ভোটগ্রহণের আগেই মারা যান, তবে সেই দলকে নতুন প্রার্থী দেওয়ার জন্য সুযোগ দিতে হবে। ফলে আবার নতুন করে মনোনয়ন এবং স্ক্রুটিনি হবে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে। তবে ভোট স্থগিতের কথা ঘোষণা হলেও কবে এই ভোট হবে সেটা এখনই জানায়নি নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় করোনা আক্রান্ত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। ৭৫ বছরের আইনজীবী এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু প্রচারের মাঝেই করোনায় আক্রান্ত হন তিনি। ওই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। প্রসঙ্গত করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবারই মুর্শিদাবাদের আরও এক প্রার্থীর মৃত্যু হয়েছিল। সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাফল হক মারা যান। তবে ওই কেন্দ্রে ভোট হয়ে যাওয়ায় কোনও পদক্ষেপ নেয়নি কমিশন। নিয়ম অনুযায়ী যদি ওই প্রার্থী জিতে যান, তখনই ফের ভোট নেওয়া হবে।
জঙ্গিপুরে করোনায় প্রার্থীর মৃত্যুর জের, ভোট স্থগিত করল কমিশন
0
April 17, 2021
Tags
Thank You for your important feedback