নুসরত-যশের ডেটিং



 

 

 


 

নির্বাচনের মধ্যেই দুই শিবিরের দুই অভিনেতা-অভিনেত্রী এবার একান্তে সময় কাটালেন। দুজনেই টলিউডের অতি পরিচিত মুখ। একজন নুসরত জাহান, যিনি তৃণমূলের সাংসদ এবং অন্যজন অভিনেতা যশ দাশগুপ্ত সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়ে টিকিট পেয়েছেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে। আপাতত সেখানে ভোটপর্ব মিটেছে তাই দুজনেই গেলেন ডেটে। তৃণমূলের সাংসদ নুসরাত জাহান ও বিজেপির প্রার্থী যশ দাশগুপ্ত রাজনৈতিক রঙ দূরে সরিয়ে রেখে আলাদা সময় কাটালেন। বলা যায়  গেরুয়া-সবুজ মিলে মিশে পুরোনো বন্ধুত্ব নতুন মোড়কে ফিরে এল। নুসরত ও যশের মধ্যে নতুন রসায়ন নিয়ে ভোটের আগেই জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু মাঝে যশ বিজেপিতে যোগ দেওয়ায় সেটা থেমে গিয়েছিল। নুসরত দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে ছুটে বেরিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর যশ নিজের কেন্দ্রে প্রচারে ব্যস্ত ছিলেন। 

 


 এবার চন্ডীপুরে ভোটপর্ব মিটতেই দুজনে একান্তে বেড়িয়ে পড়লেন। দুজনে সময় কাটানোর পাশাপাশি পছন্দমতো খাওয়া দাওয়াও সারলেন। নুসরত একটি ছবি ইন্সটাতে পোস্ট করলেন। তবে সেটা দুজনের নয়, পোস্টে খাবারের ছবি দেখা গেল। ডেজার্ট যেটা নুসরতের খুব পছন্দের। পোস্টে লিখলেন, টেবিলে আমার সমস্ত পছন্দের জিনিস। সেইসঙ্গে আমার প্রিয় মানুষ। সেই পোস্ট ট্যাগ করলেন যশকেই। এরপর যশ ও সেই পোস্টে বললেন, ‘তোমার এই ছবিগুলো থেকে আমি তৃপ্তি পেলাম’। যদিও বেশ কিছুদিন ধরেই নুসরত-নিখিলের বিবাহবিচ্ছেদের কথা চলছে। নির্বাচন শুরু হওয়ায় আপাতত স্থগিত এমনটাই জানা যাচ্ছে। তবে নতুন বন্ধুর সঙ্গে ডেটিং করতে ছাড়ছেননা নুসরত। যতই তাঁরা আলাদা রাজনৈতিক দলের হোক না কেন।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.