পশ্চিমবঙ্গের পাশাপাশি এবার নির্বাচন হচ্ছে তামিলনাড়ু ,অসম, কেরলেও। সেই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা ভোট চলছে। মঙ্গলবারই পশ্চিমবঙ্গ বাদে সবকটি রাজ্যের ভোট শেষ হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে আট দফা এবং অসমের তিন দফায় ভোট হলেও বাকি রাজ্যগুলিতে এক দফাতেই ভোট হচ্ছে। ফলে ওই রাজ্যগুলির ভোটের ফল পেতে অপেক্ষা করতে হবে সেই ২ মে অবধি। তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোট হল মঙ্গলবারই। আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক ছিল ভোটের মুড। দক্ষিণের এই রাজ্যে মূল লড়াই ডিএমকে জোট বনাম এআইএডিএমকে ও বিজেপি জোটের মধ্যে। এরপরই নজরে ছিল কেরল। সেখানে মোট ১৪০ আসনে ভোট হচ্ছে। কেরলে মূল লড়াই বাম জোটের সঙ্গে কংগ্রেস জোটের, বিজেপি এখানে শক্তিহীন। দেশের সবচাইতে শিক্ষিত মানুষের বাস কেরলে| স্বাভাবিকভাবেই ভোট হয়েছে শান্তিপূর্ণ।
বাকি দুই রাজ্যের মধ্যে নজরে রয়েছে উত্তর পূর্বের রাজ্য অসমে। ১২৬ আসনের অসমে মূল লড়াই বিজেপি বনাম কংগ্রেস জোটের। এখানে কিন্তু তিন দফায় ভোট হচ্ছে। আজ শেষ দফায় ৪০ আসনে ভোট চলছে। অসমে ভোট উত্তেজনা ছিল এনআরসি ইত্যাদি নিয়ে রক্তও ঝরেছে বিস্তর। কিন্তু ভোটে তেমন প্রভাব পড়েনি। একটি বুথ নিয়েই সমস্যা হয়েছিল। গত ১ এপ্রিল ৯০ ভোটার বিশিষ্ট বুথে ভোট পড়েছে ১১৭টি। বিষয়টি কমিশন কড়া পদক্ষেপও নিয়েছে। এ ছাড়া ভোট হল পুদুচেরিতেও। সেখানে মাত্র ৩০ আসনে ভোটগ্রহন চলছে শান্তিপূর্ণভাবে।
বাকি চার রাজ্যের ভোট শান্তিতেই
0
April 06, 2021
Tags
Thank You for your important feedback