গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে বাড়ছে গরম। নাজেহাল হয়ে পড়ছেন বঙ্গবাসী। তবে শেষমেষ আলিপুর হাওয়া অফিস স্বস্তির খবর শোনাল। শনিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে কালবৈশাখীরও সম্ভাবনা তৈরি হয়েছে। এপ্রিল মাস পড়তেই গরম বাড়বে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেইমতো প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা বঙ্গবাসীর। এর মধ্যেই চলছে ভোট প্রচার। কিন্তু স্বস্তির বার্তা দিয়ে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলির মতো দক্ষিণবঙ্গের জেলাগুলতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হল।এছাড়া ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারও কালবৈশাখীর মাত্রাটা আরও বাড়তে পারে। একদিকে ভোটের উত্তাপ বেড়েছে অন্যদিকে তাপমাত্রার পারদ ক্রমশই উর্ধমুখী। তবে এবার কালবৈশাখীর জেরে স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী।
বঙ্গে স্বস্তির খবর শনিবার বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা
0
April 03, 2021
Tags
Thank You for your important feedback