শনিবার সাত সকালেই গুলি চলল এসএসকেএম হাসপাতালে। সঙ্গে সঙ্গেই গোটা হাসপাতালেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক পুলিশ আধিকারিককে। ঠিক কি কারণে এই গুলি সেটা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আপাতত এল কে রায় চৌধুরী নামে ওই এসআই-কে এসএসকেএম হাসপাতালেরই ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই পুলিশ অফিসার শনিবার HRF ডিউটিতে কাজে যোগ দেন। এরপর তিনি আসেন এসএসকেএম হাসপাতালে। ট্রমা কেয়ার সেন্টারের সামনে গাড়ি রেখে ভিতরে যান। এরপরই সহকর্মীরা গুলির শব্দ পেয়ে ভিতরে ছুটে যান। গিয়ে দেখেন ওই পুলিশ আধিকারিক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে, পাশেই তাঁর সার্ভিস রিভালভার পড়ে ছিল। দ্রুত তাঁকে উদ্ধার করে ট্রমা কেয়ারে ভর্তি করান তাঁর সহকর্মীরা। এল কে রায় চৌধুরী নামে ওই এসআইয়ের অবস্থা আশঙ্কাজনক। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে পারিবারিক সমস্যায় দীর্ঘদিন ধরেই জর্জরিত ছিলেন ওই এসআই। জানা যাচ্ছে তাঁর দুটি বিয়ে। প্রথম স্ত্রী ক্যান্সারে মারা গিয়েছেন। পুলিশ তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং আত্মীয়দের সঙ্গে কথা বলছেন। তবে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ওই কলকাতা পুলিশের এসআই।
সাত সকালে এসএসকেএম হাসপাতালে চলল গুলি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার পুলিশ অফিসার
0
April 03, 2021
Tags
Thank You for your important feedback