শিয়ালদহ দক্ষিণে সিগন্যালিং সমস্যায় ট্রেন চলাচল ব্যাহত



 

 

 

শুক্রবার অফিস টাইমে ব্যাহত হল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। একঘন্টার বেশি সময় এই শাখায় ট্রেন চলাচল  বন্ধ হয়ে যায় বলে অভিযোগ নিত্যযাত্রীদের। যদিও ঘন্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় রেলকর্মীরা। এরফলে সাধারণ নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। বিশেষ করে অফিস টাইমে যাত্রীদের ভিড় বেশি থাকে। পূর্ব রেল সূত্রের খবর, দক্ষিণ শাখার বালিগঞ্জে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেয় বৃহস্পতিবার সকালে। অফিস টাইমে সকাল ৮টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এই শাখায়। ফলে পরপর লাইনে থমকে যায় লোকাল ট্রেন। স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে দাবি যাত্রীদের। 

 

সোনারপুর, লক্ষীকান্তপুর, ডায়মন্ডহারবার, ক্যানিং , বজবজ এই সমস্ত শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে দীর্ঘক্ষণ।রেলের পদস্থ আধিকারিক ও টেকনিশিয়ানরা সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখে মেরামত শুরু করে দ্রুত। এরপর সকাল ৯টার পর ট্রেন চলাচল ধীরে ধীরে শুরু হয়। বেলার দিকে স্বাভাবিক হলেও দীর্ঘ সময় আটকে থাকেন অফিসযাত্রীরা। এদিকে শনিবার চতুর্থ দফার ভোট রয়েছে কলকাতার কয়েকটি আসনে। ফলে সাতসকালে ট্রেন বন্ধ থাকায় দক্ষিণ শহরতলিতে যাওয়ার জন্য ভোটকর্মীদের  কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.