মোদির চাপে মৃত্যু সুষমা, জেটলির : উদয়নিধি স্ট্যালিন



বাংলায় যেমন ভোটের উত্তাপ তেমনটি নয় তামিলনাড়ুতে কিন্তু ভোট তরজা চলছে | সেখানে একদিকে ডিএমকে, কংগ্রেস জোট অন্যদিকে এডিএমকে ও বিজেপি জোট | সেখানকার ভোটের প্রচার একেবারেই অন্যরকম, ওখানে জল থেকে তামিল সংস্কৃতি, হিন্দির প্রতি প্রবল আপত্তি ইত্যাদি ইসু থাকে | পরস্পরকে আক্রমণ কিন্তু ভয়ঙ্কর | ক্ষমতায় এলে কখনো জয়ললিতাকে গ্রেপ্তার করা হয় আবার যায় ক্ষমতায় এলে করুণানিধিকে বিছানা থেকে লুঙ্গি পড়া অবস্থায় তুলে আনা হয় এটাই দস্তুর তামিল রাজনীতিতে |

পরপর দুবার এআইএডিএমকে ক্ষমতায় এসেছিলো কিন্তু এবার বেশ চাপে | এরমধ্যে বিজেপির দিল্লির নেতারা সেখানে প্রচারে গিয়েছেন এবং হিন্দিতে ভাষণ দিয়েছেন যা কিনা তামিলদের প্রবল আপত্তির | নরেন্দ্র মোদি তাঁর ভাষণে তুলোধোনা করেছেন স্ট্যালিনের দলকে | কিন্তু এরপরই স্ট্যালিন পুত্র উদয়নিধি প্রচারে মোদিকেই আপত্তিকর ভাবে আক্রমণ করলেন | তিনি বললেন যে, সুষমা স্বরাজ এবং অরুন জেটলিকে অত্যাচার করেছেন মোদি এবং সেই কারণে তাঁদের মৃত্যু হয়েছে | এই ভাষণ নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক | অবশ্য জেটলি কন্যা বাঁশরী এবং সুষমা কন্যা সোনালী উদয়ের এই বক্তব্যের প্রতিবার করেছেন 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post