শুক্রবার অর্থাৎ আজ হঠাৎই মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষনের জন্য। বেলা ১২ মেট্রো বন্ধ হয়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল সাবস্টেশনে সমস্যা হওয়াতেই এই বিপর্যয়। যার জেরে উত্তর-দক্ষিণ মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। বেলায় পরিষেবা স্তব্ধ হওয়ায় সমস্যার মুখে পড়েন যাত্রীরা। মূলত উত্তর দক্ষিণ রুটে মেট্রো চলাচলের ব্যাঘাত ঘটে। কিন্তু সকাল থেকেই বিদ্যুৎ বিভ্রাটের কারণেও কিছুক্ষন পরিষেবা বন্ধ থাকে। প্রতিটা স্টেশনে এরপর মেট্রো দাঁড়িয়ে পড়ে.এরপর খবর পাওয়া মাত্রই পরিষেবা স্বাভাবিক করতে ইঞ্জিনিয়ার রা নেমে পড়েন। বেলা ১২.৩০ তার পর থেকে যদিও মেট্রো চলাচল স্বাভাবিক হয়। সাধারণ যাত্রীদের কিছুটা বলা যায় সমস্যার মধ্যে পড়তে হয়েছিল।
Thank You for your important feedback