রবিবার সকালে মালদার নগরিয়া এলাকায় কংগ্রেসের নির্বাচনী প্রচার ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটল। মালদার মানিকচকের কংগ্রেস প্রার্থী মোস্তাকিম আলম এদিন প্রচারে বের হন। প্রচারের মধ্যেই বেশকয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। যদিও পরিস্থিতি উত্তপ্ত হওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে এসে সামাল দেয়।
তবে এই ঘটনায় অভিযোগ তির তৃণমূলের দিকেই। প্রচারে কংগ্রেস প্রার্থীর সঙ্গে ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। প্রচারে তাঁকেও রীতিমত হেনস্থা হতে হয়। ঘটনার পর থেকেই মালদার নগরিয়া এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
Thank You for your important feedback