ধর্ষণকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যে চাপের মুখে ইমরান

 

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর বাড়ছে ক্রমশই চাপ। এবার ধর্ষণকাণ্ড নিয়ে ইমরানের বিতর্কিত মন্তব্যে ঝড় উঠেছে পাকিস্তানে। যা নিয়ে বিশ্বের অন্যান্য জায়গায় একইভাবে প্রতিবাদের ঝড় উঠেছে। পাকিস্তানে মানবাধিকারকর্মীরাও বিক্ষোভ দেখিয়েছেন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তাঁদের দাবি জনসমক্ষে ক্ষমা চাইতে হবে ইমরানকে। এদিকে পাক দূরদর্শনের একটি লাইভ অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, সমাজে এই ধরণের ঘটনা বেশি ঘটে। আশ্চর্যের বিষয় ধর্ষণের ঘটনা ঠেকানোর জন্য মেয়েদের ঢাকা পোশাক পড়ার নিদান দিয়েছিলেন ইমরান। পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্য  ঘিরে বিক্ষোভ চলছে গোটা পাকিস্তানেই।  হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তাঁরা প্রতিবাদ জানায়। বিক্ষওভকারীদের দাবি, পাক প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। গোটা বিষয় নিয়ে চাপ বাড়ছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.