রাত পোহাল তো পঞ্চম দফার ভোট। বর্ধমানের একটি অংশ, উত্তরবাংলার কিছু অংশ, কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা এবং ব্যারাকপুরের একটি অংশের ভোট শনিবার। মোট ৪৫টি আসনের ভোট। তৃণমূলের এক সময়ে দাপট থাকলেও ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি এখানে ভালোই ফল করেছিল। এই কারণে নজরে পঞ্চম দফা। এবারের পঞ্চম দফায় অনেক রথী মহারথীর ভাগ্য নির্ধারিত হবে। এই ষ্টার প্রার্থীরা যথাক্রমে ব্রাত্য বসু, সুজিত বসু ,গৌতম দেব, তাপস রায়, সিদ্দিকুল্লার মতো প্রাক্তন মন্ত্রী। সাথে মদন মিত্র, চিরঞ্জিত, অদিতি মুন্সি, শঙ্কর সিং। অন্যদিকে বিজেপির সব্যসাচী দত্ত, শমীক ভট্টাচার্য, পার্নো মিত্র ইত্যাদি। ফলে লড়াই জমজমাট। অনেকেই বলছেন পঞ্চম দফার ভোট তৃণমূল এবং বিজেপির কাছে যথেষ্ট প্রেস্টিজের।
হেভিওয়েট তারকাদের ভোট শনিবার
0
April 16, 2021
Thank You for your important feedback