দেবের টুইটে কমেন্ট বিজেপি প্রার্থী যশের, জবাবে কী বললেন তৃণমূল সাংসদ?

 

 

একুশের নির্বাচনের প্রচারে ব্যস্ত ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)। অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পা রেখে তিনি যে ভুল করেননি, তার প্রমান ঘাটালের দুবারের সাংসদ তিনি। বর্তমানে রাজীনীতির মাটি দেব যথেষ্ট পোক্ত করেছেন। তাই বিধানসভা নির্বাচনে দলের হয়ে একাধিক এলাকায় প্রচার চালাচ্ছেন অভিনেতা-সাংসদ দেব।  বৃহস্পতিবার হুগলির চণ্ডীতলার তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারের হয়ে প্রচারে  ছিলেন দেব। এরপর প্রচারের সেই ভিডিও টুইট করেন তিনি। অন্যদিকে একুশের নির্বাচনে  চণ্ডীতলার বিজেপি প্রার্থী আরেক অভিনেতা যশ দাশগুপ্ত। দেবের ভিডিওতে তিনিও কমেন্ট করলেন রাজনৈতিক বৈরিতা ভুলে। দেবের টুইটে যশ লিখলেন, ‘চণ্ডীতলায় স্বাগত ভাই। এখানকার মানুষ খুব ভালোভাবে যত্ন করে’। এর পাল্টা উত্তরে দেব লিখলেন, ‘জানি ৭  বছর প্রচার করছি এখানে, এখনকার মানুষকে ভালোমতো জানি’। অন্যদিকে বিজেপিতে সদ্য যোগ দেওয়া বনি সেনগুপ্তও সেই টুইটে লেখেন, ‘আগে জানলে একসাথে দুপুরের খাওয়া খেয়ে বেরোতাম’। সেখানেও বনিকে পাল্টা উত্তর দেবের, ‘তোদের মত কি সময় আছে। শেষ কবে আরামে একসাথে খেয়েছি’। এই তিন অভিনেতার কথোপকথনের সাক্ষী নেটিজেনরা।  



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post