পুলিশের সামনে বোলপুরের বিজেপি প্রার্থীর উপর হামলা

 

ভোট অষ্টমীতে উত্তপ্ত বীরভূম। দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় খবরের শিরোনামে থাকল অনুব্রত মণ্ডলের গড়। এরমধ্যেই বেলার দিকে আক্রান্ত হলেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বোলপুর বিধানসভার ইলামবাজার থানার ধরমপুর অঞ্চলের ডোমনপুর গ্রামে অনির্বাণের উপর হামলা হয়েছে বলে বিজেপি-র অভিযোগ। তাঁকে পুলিশের সামনেই কয়োকশো তৃণমূল কর্মী সমর্থকরা লাঠিসোটা, বাঁশ নিয়ে রীতিমতো তাড়া করেন। নির্বিচারে বিজেপি প্রার্থী এবং তাঁর নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে সমস্ত ঘটনাই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ‘পিসি-ভাইপোর গুন্ডারা হামলা চালিয়েছে’।

 বৃহস্পতিবার ভোটের সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে বোলপুরের ইলমবাজার। খবর পেয়ে ধরমপুর অঞ্চলের ডোমনপুর গ্রামে পৌঁছায় অনির্বাণের কনভয়। আচমকাই তাঁর গাড়ি ঘিরে ধরেন একদল তৃণমূল কর্মী সমর্থক। পুলিশের সামনেই চলে অকথ্য গালিগলাজ এবং হুমকি। এরপরই আচমকা বাঁশ, লাঠি রড নিয়ে তাড়া করা হয় প্রার্থীকে। অবাধে ভাঙচুর করা হয়েছে প্রার্থী এবং তাঁর কনভয়ে থাকা কয়েকটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় বিজেপির বেশ কয়েকজন কর্মীর মাথা ফেটেছে বলে অভিযোগ। যদিও এটা প্রথমবার নয়, এর আগে ইলামবাজারের ঘুড়িশা গ্রামে গিয়েও তৃণমূলের আক্রমণের মুখে পড়েছিলেন অনির্বাণ। পাশাপাশি ইলমবাজারের অন্য এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বেলা সাড়ে চারটে নাগাদ।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.