অনুমতি না পেয়ে শেষ মুহূর্তে বাতিল মিঠুনের রোড শো, বেহালায় ধুন্ধুমার

বিজেপির দাবি, নিয়মমাফিক তিন দিন আগেই সুবিধা অ্যাপে মিঠুন দার রোড শো-এর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু গতকাল গভীর রাতেই জানানো হয় অনুমতি দেওয়া হবে না। বৃহস্পতিবার সকাল থেকেই বেহালায় মিঠুনের রোড শো নিয়ে শুরু হয় চাপানউতোর। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তি চট্টোপাধ্যায় এদিন সকাল থেকেই পর্ণশ্রী থানার সামনে ধরণা দেন। বেলা বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বিজেপি কর্মী ও সমর্থকরা বেহালা পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিন্তু তবুও মেলেনি পুলিশের অনুমতি। শ্রাবন্তির দাবি, পুলিশ সঠিক কোনও কারণ দেখাতে পারছে না। শুধু বলছে অন্য রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। কিন্তু কাদের কর্মসূচি সেটাও স্পষ্ট করে কিছু বলছে না পুলিশ। 

তাঁর আরও দাবি, ‘তৃণমূল হেরে যাওয়ার ভয়েই এই কাজ করছে। কিন্তু এ ভাবে বিজেপি-কে আটকানো যাবে না’। শ্রাবন্তি পর্ণশ্রী থানার সামনে থেকেই মিঠুনকে ফোন করেন। তিনিও জানিয়ে দেন পুলিশের অনুমতি না পেলে রোড শো করবেন না তিনি। যদিও এই কর্মসূচির জন্য তৈরি হয়েই বসে ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। যদিও তৃণমূলের দাবি, সুবিধা অ্যাপের মাধ্যমেই রোড শো, জনসভা বা মিছিলের অনুমতি নিতে হয়, এতে প্রশাসনের কোনও ভূমিকা থাকে না। তবে এদিন সভার অনুমতি না মেলায় বেহালা পর্ণশ্রী থানার সামনে ধুন্ধুমার শুরু হয়ে যায়। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়। উল্লেখ্য, এদিন কলকাতায় মিঠুন চক্রবর্তী বেলাহা পূর্ব এবং পশ্চিমে বিজেপির দুই তারকা প্রার্থী শ্রাবন্তি এবং পায়েল সরকারের সমর্থনে রোড শো করার কথা ছিল।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post