দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে আজ অর্থাৎ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গেই তিনি আলোচনা করবেন এদিন। তবে এবারও বৈঠকে থাকছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন বলেই এই গুরুত্বপূর্ণ বৈঠকে থাকবেন না বলে নবান্ন সূত্রে খবর। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর, যে যে রাজ্যে ভোট চলছে ওই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয় বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রের ওই রাজ্যের মুখ্যসচিবদের থাকতেই হবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে। উল্লেখ্য, গত ১৭ মার্চ একই বিষয়ে প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেবারও বৈঠকে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে সমালোচনাও হয়েছিল। দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে পশ্চিমবঙ্গও কম যাচ্ছে না। প্রতিদিনই দুহাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। অপরদিকে দেশের অন্তত ১০টি রাজ্যে করোনার হাল খুব খারাপ। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদি দেশের মুখ্যমন্ত্রীদের কী বার্তা দেন সেটাই দেখার। এদিন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ভিডিও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Post a Comment
Thank You for your important feedback