করোনা আক্রান্ত মনমোহন সিং ভর্তি দিল্লির AIIMS হাসপাতালে

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত হলেন। কয়েকদিন ধরেই জ্বর থাকায় তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। সোমবার সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই এদিন বিকেল ৫টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) হাসপাতালের ট্রমা ইউনিটে ভর্তি করানো হয়। সূত্রের খবর আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে যেহেতু তাঁর বয়স ৮৮ বছর, তাই সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। উল্লেখ্য গত ৪ মার্চ দিল্লির  AIIMS-এ করোনার প্রথম ডোজ নিয়েছিলেন সস্ত্রীক মনমোহন সিং। নিয়মমতো একমাসের মাথায় দ্বিতীয় ডোজ নেওয়ার কথা থাকলেও তার আগেই করোনায় আক্রান্ত হলেন ৮৮ বছরের মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post